নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে গাছ কেটে গৃহবঁধূকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার গলদা পাড়া এলাকায় ধামলই মৌজায় প্রায় বিশ বছর আগে আবদুস সোবহানের কাছ জমি ক্রয় করেন আব্দুল কাদির। শুক্রবার ওই জমির পাশ দিয়ে স্থানীয় শাহরিয়ার ইসলাম কাজল একটা ব্যক্তিগত রাস্তা নির্মাণের জন্য ২০-২৫ টি গাছ কেটে ফেলেন। এতে বাধা দিতে গেলে প্রবাসী জমির মালিক আব্দুল কাদের সুফিয়া খাতুন কে শাহরিয়ার কাজল, হৃদয়, রুহুল আমিন, রাসেল, কালাম, শফিক, আলম, শাহজাহানসহ আট দশজন লোক লাঠি, লোহার রড, দা, কোরাল নিয়ে হামলা করেন। এতে সে গুরুতর আহত হয় প্রাথমিক ভাবে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
এবিষয়ে শাহরিয়ার কাজলের বাবা নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জায়গা উপর দিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষ একটি ঈদের নামাজের মাঠসহ নানা কাজে ব্যবহার করে আসছে। সড়কের ওই অংশটুকুতে গাছ থাকায় এলাকার মানুষের চলাচল ব্যাহত হতো। তাই এলাকার মানুষ সকলে মিলে গাছ কেটে সড়ক সম্প্রসারণ করেছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মো. মহসিন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগতব্যবস্থা নেয়া হবে।