গাজীপুর: গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, আরো ১৫দিন ঘরে থাকেন। কারণ সারা পৃথিবীতে করোনা এখন মহামারি আকার ধারণ করেছে আর গাজীপুরের তার ব্যতিক্রম হবে না। তাই সকলকে ঘরে থাকতে হবে এবং চায়ের দোকানে থাকা যাবে না।
আজ রোববার গাজীপুর পৌরসভার সাবেক কমিশনার কানাইয়াার আলহাজ্ব মোঃ আকবর হোসেন এর জানাযায় এডভোকেট জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।
তিনি বলেন আপনারা ১৫ দিন ধৈর্য ধরেছেন আরও ১৫ দিন ধৈর্য সহকারে ঘরে থাকান। কারণ সারা পৃথিবীতে করোনা এখন মহামারি আকার ধারণ করেছে আর গাজীপুরের তার ব্যতিক্রম হবে না। তাই সকলকে ঘরে থেকে এবং চায়ের দোকানে না থাকার অনুরোধ করেন। কারণ আমাদের জন্মের পরে আমরা দেখি নাই কাবা শরীফ তাওয়াফ বন্ধ আছে।
তাই সকলকেই অনুরোধ করছি আপনারা সকলেই ঘরে থাকুন। আপনারা কোথাও বেড়াতে যাবেন না। প্রথমে নিজের ঘর পরে সমাজ পরে সারা বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে রক্ষা করুন। এ সময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এবং গাজীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার সহ অন্যান্য ব্যক্তিবর্গ।