নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবু সাইদ মাতবর (৫৫) নামে এক হোসিয়ারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হলো।
আবু সাঈদের ছেলে মেহেদি হাসান রবিন জানান, দু’দিন ধরে তার পিতার শ্বাসকষ্ট ও কাশি ছিল। শুক্রবার সন্ধ্যা ৬টায় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে তিনি মারা যান৷
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক জানান, মৃত ব্যক্তির পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, আবু সাইদ হোসিয়ারি ব্যবসা করতেন । তিনি ও তার কোন আত্মীয়-স্বজন বিদেশে থাকেন না। ওই এলাকার উত্তরে মাদ্রাসার শেষ মাথায় খোকনের বাড়ি থেকে দক্ষিণে বাংলাবাজার ব্যাংকের মোড় পর্যন্ত এবং পূর্বে হাসেনবাগ লেন মোড় থেকে পশ্চিমে প্রধান বাড়ির সড়ক পর্যন্ত লকডাউন করা হয়েছে।
জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, আমরা ডেথ সার্টিফিকেটের একটা কপি পেয়েছি। বিস্তারিত পরে জানাতে পারবো।।