নাজমুল হাসান, ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব রোধ করার লক্ষ্যে দেশব্যাপী চলমান পরিস্থিতিতে রাজধানীতে দরিদ্র, অসহায়, দুস্থ, দিনমজুর, শ্রমিক শ্রেণির মানুষকে খাদ্যসামগ্রী দিয়েছে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি।
আজ শনিবার রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে এই সমিতির পক্ষ থেকে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ৫ দিনের জরুরী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হায়দার উপস্থিত থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করনে।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ, ২৫০ গ্রম ব্লিচিং পাউডার ও ১টি সাবান।
এ সময়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি রবিউর রাশেদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রাদিউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এই সমিতির সদস্য ও আগ্রহী অন্যান্যদের সহযোগিতায় ২৮ মার্চ থেকে ঢাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান ও ক্ষুধার্থ মানুষের মাঝে রান্না করে ২০০ প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে।