কামরান হাবিব, রংপুর: একজন মানুষ কিভাবে এতোকিছু নিয়ে ভাবতে পারেন তা নিজের চোখে না দেখলে নয়। আর তিনি অন্য কেউ নন উত্তর জনপদের মেধাবী ব্যক্তিত্ব সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড এমডি জনাব মোঃ আতাউর রহমান প্রধান। তিনি শুধু তার কর্ম ব্যস্ততার মাঝেও সমাজ বদ্ধ মানুষ গুলো কথা প্রতিনিয়ত ভাবেন বলেই তাদেরকে নিয়ে সর্বদাই বহুমূখী চিন্তা ভাবনার মাঝে জাগ্রত থাকেন। যদিও তিনি ঢাকায় থাকেন তবুও তার মন পরে থাকে এই অঞ্চলের কোমলমতি মানুষের গুলোর কাছে। তার এই আবেগী মন সর্বদাই এলাকার মানুষের কল্যাণ নিশ্চিত করেছে। তাই তো তিনি দুরে থেকেও করোনা পরিস্থিতিতে এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে তার দায়িত্বশীল ভুমিকা পালন করতে মোটেও ভুল করেননি। তিনি করোনা পরিস্থিতিতে পাটগ্রাম ইউনিয়নের কর্মহীন মানুষের কষ্টলাঘব করতে জরুরি খাদ্য সামগ্রী তাদের হাতে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করেন।
তিনি পাটগ্রাম উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মশিউর রহমান এর মাধ্যমে এই জরুরি খাদ্য সামগ্রী বিতরণের পরামর্শ দিলে উপজেলা নির্বাহী অফিসার। মোঃ মশিউর রহমান তার শত ব্যস্তার মাঝেও তিনি দায়িত্ব পালনে ছিলেন যোগ্য নেতৃত্ব আর তার নেতৃত্বে জরুরি খাদ্য সামগ্রী পেলেন শ্রমজীবি কর্মহীন মানুষজন।বিতরণকালে পাটগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল ওহাব প্রধান বেলাল ও সোনালী ব্যাংক লিমিটেড পাটগ্রাম শাখার ব্যবস্থাপক মো: আসাদুজ্জামান সহ অনেকেই উপস্থিত ছিলেন। তবে জরুরি খাদ্য সামগ্রী হাতে পেয়ে এসব শ্রমজীবি কর্মহীন মানুষ গুলো সোনালী ব্যাংক লিমিটেড এর সিইও এন্ড এমডি মো: আতাউর রহমান প্রধানের মঙ্গল কামনা করেন এবং এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।