একজন পুলিশ কর্মকর্তার চোখে ❤️করোনা ভাইরাসে পুলিশের জীবন❤️

Slider জাতীয় লাইফস্টাইল


ঢাকা: করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সারা বিশ্ব যখন দিশেহারা, সকল শ্রেনীর মানুষ যখন গৃহবন্ধি,উন্নত দেশগুলি যখন ঘর থেকে বাহির হলেই মোটা অংকের জরিমানা করছে। সেই পরিস্থিতিতে আপনাদের টাকায় যাদের বেতন হয়,যাদেরকে আপনারা গালি দেন, যারা ভাল কাজ করলে আপনাদের চুলকানি হয়, যারা নিজের জীবন বাজি রেখে পরিবারের কথা চিন্তা না করে দিন রাত করোনা মোকাবেলায় কাজ করছে, দেশের মানুষকে করোনা মুক্ত রাখতে সচেতন করছে, নিজের বেতনের টাকা দিয়ে খাবার কিনে বাসায় পৌছে দিচ্ছে এই অমানুষ বাংলাদেশ পুলিশ গুলোর কথাই বলছি। এই করোনা মোকাবেলায় যখন এক শ্রেনীর মানুষ বলছেন পিপিই ছাডা কাজ করা সম্ভব নয় আসলে সত্যি কথা আমার জীবন যখন মৃত্যু মুখে তখন চাকুরী টাকা পয়সা দিয়ে কি হবে? আগে নিজে বাচঁতে হবে। আর এই নির্বোধ গালি খাওয়া মানুষ গুলো কি করছে জানেন? তারা পিপিইর কথা চিন্তা না করে মৃত্যুর কথা চিন্তা না করে নিজের টাকায় কেনা ৫ টাকার মাক্স পরে রাস্তায় নেমে পরেছে।

পুলিশের অনেক দায়িত্ব আছে তবে করোনায় মৃত্যুবরণ ব্যক্তির দাফন করা,গৃহবন্ধী মানুষের ডিটারজেন পাউডার,কফির প্যাকেট, কাঁচা বাজার করে দেওয়া তো দায়িত্ব নয়। কি জন্য করছেন এসব ?বেতন আর চাকুরী রক্ষার জন্য নয়। এটাই দেশ প্রেম,দেশের মানুষের প্রতি ভালবাসা,মানবতা আর মানবিকতা।কারন দেশ ও জনগনের জানমাল রক্ষার জন্য শপথ নিয়ে এই পুলিশ বাহিনীতে আসা।সবাই যখন ঘরের মধ্যে নিজের জীবন বাচাঁতে ব্যস্ত তখন পুলিশ গুলো রাস্তায় নিজের খাবারের কথা চিন্তা না করে খোঁজ খবর নিচ্ছেন কে না খেয়ে আছেন।পুলিশ যদি করোনা আক্রান্তে মৃত্যুর কথা চিন্তা করে ঘরে চলে যান তাহলে কি হবে আমার দেশের ১৮ কোটি মানুষের? ভয় নেই আপনাদের নিরাপদে রাখতে করোনার বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা আছি রাস্তায়।১৯৭১ সালে আমরাই প্রথম ঝাপিয়ে পরেছিলাম হানাদার হায়না বাহিনীর উপরে । বঙ্গবন্ধুকে যখন স্ব-পরিবারে হত্যা করে তখন ভারী অস্ত্রের সামনে সামান্য ছোট একটা পিস্তল নিয়ে প্রথমেই গেইটে বাঁধা দিয়ে শহীদ হয়েছিলেন আমাদের এএসআই জনাব সিদ্দিকুর রহমান। আপনার স্বীকার না করতে পারেন তবে দেশের দুর্যোগে পুলিশের ইতিহাস সর্বাজ্ঞে। আমরা নায়ক হতে চাইনা আমরা জীবন দিয়ে মানুষের সেবা করতে চাই দেশকে ভালবেসে উন্নত দেশে নিয়ে যেতে চাই, আগামীর প্রজন্মকে উন্নতশীল দেশ উপহার দিতে চাই।

❤️ করোনা মোকাবেলায় সবাই ঘরে থাকুন, নিজে সুরক্ষা থাকুন সবাইকে সুরক্ষা রাখুন।❤️

এসআই/ কুতুব উদ্দিন আহমেদ
তারিখ-০৪/০৪/২০২০ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *