রাতুল মন্ডল শ্রীপুর(গাজীপুর): মরণঘাতী করোনা পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষের মধ্যে আওয়ামিলীগ নেতার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি মো. হাবিবুর রহমান রনি।
মরণঘাতী করোনার প্রভাবে ঘর বন্দী নিম্ম আয়ের মানুষ। আর এসব ঘর বন্দী নিম্ম আয়ের মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির গাজীপুর জেলার শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতিসহ সংঘঠনের একাধিক সদস্য।
(৪ এপ্রিল শনিবার) সকাল থেকে গাজীপুর জেলার শ্রীপুর পৌর শহরের কেওয়া পূর্ব খন্ড, বাংনাহটি, উজিলাব, কেওয়া নতুন বাজারসহ পৌর শহরের বিভিন্ন স্থানে প্রায় ১হাজার রিকশাচাল, দিনমজুরের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রী।
শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি মো. হাবিবুর রহমান রনি বলেন, করোন সংক্রমণ রোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর লকডাউনের ফলে খাদ্য সঙ্কটে পড়েছে শ্রীপুর উপজেলার নিম্ন আয়ের মানুষ। আর তাদের কষ্ট লাগবে বাংলাদেশ আওয়ামীলীগ গাজীপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এডভোকেট রহমত আলীর পুত্র মো. জামিল হাসান দুর্জয়ের পক্ষ থেকে পৌর শহরের ১হাজার স্বল্প আয়ের মানুষেকে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তাদের পাশে দাঁড়ানোও আমাদের কর্তব্য। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন পৌর যুবলীগ নেতা নূরু জামান, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক শ্রী বাদন দাস, পৌর শ্রমিকলীগ নেতা মাসুদ, পৌর যুবলীগ নেতা নূরুল আমিনসহ যুবলীগ ও ছাত্রলীগের একাধিক সদস্য।