কালীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর টহল

Slider বাংলার মুখোমুখি


মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে গণসচেতনতার জন্য, মানুষকে ঘরমুখী রাখতে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ স্থানীয় বাজার পর্যবেক্ষণ করেছেন সেনাবাহিনী।

শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে কালীগঞ্জ পৌরবাজার পর্যবেক্ষন করেন সেনাবাহিনী, এসিল্যান্ড ও পুলিশ প্রশাসন।

এই সময় ক্রেতাদের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে দ্রুত বাজার ত্যাগ করার নির্দেশ দেন। পাশাপাশি ব্যবসায়ীদের পণ্যদ্রব্য অতিরিক্ত দামে বিক্রি না করার নির্দেশ করেন। বিক্রেতা ও ক্রেতাদের দুরত্ব বজায়ে রেখে পণ্য ক্রয়- বিক্রয় করার তাগিদ দেন। যারা অহেতুক বাজারে ও বিভিন্ন অলিগলিতে ঘুরাঘুরি বা আড্ডারত ছিলেন তাদের নিজ নিজ ঘরে যাওয়ার নির্দেশ দেন সেনাবাহিনীর টহলরত টিমটি।

এরপর সেনাবাহিনীর দলটি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বক্তারপুর বাজার, দোলানবাজার, সাওরাইদ বাজার ও জামালপুর বাজারগুলো পরিদর্শন করে থাকেন।

এই সময় সেনাবাহিনীর টহলরত টিমের সাথে ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, কালীগঞ্জ থানার ওসি (অপারেশন) গোলাম সারোয়ার ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেনসহ গণমাধ্যমকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *