ঢাকা: বাংলাদেশে নতুন করে আরও ৫ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ অনলাইন ব্রিফিংয়ে তিনি আরো বলেন গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। এনিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ৬১। মৃত্যুবরণ করেছেন ৬ জন ও সুস্থ হয়েছেন ২৬ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) আক্রান্ত ৬১ জনের জনের তথ্য প্রকাশ করে। এতে দেখা যায়, ৮ জেলায় আক্রান্ত রোগীর শনাক্ত করা হয়েছে। এরমধ্যে সর্বাধিক ৩৬ জন রাজধানী ঢাকাতে। মাদারীপুরে ১০ জন।
৬ জন করোনায় আক্রান্তের তথ্য পাওয়া গেছে নারায়ণগঞ্জে। ৪ জন আক্রান্ত হয়েছেন উত্তরের জেলা গাইবান্ধায়। আর ১ জন করে রোগী শনাক্ত হয়েছেন রংপুর, গাজীপুর, কুমিল্লা ও কক্সবাজারে।