রাতুল মন্ডল শ্রীপুর: মরণঘাতী করোনার প্রভাবে ঘর বন্দী নিম্ম আয়ের মানুষ। আর এসব ঘর বন্দী নিম্ম আয়ের মানুষের বাড়িতে উপহার নিয়ে হাজির যুবলীগ নেতা ব্যারিষ্টার মামুন খান।
(৩ এপ্রিল শুক্রবার ) সকাল থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই ও তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামের প্রায় দুই শতাধিক রিকশাচালক, দিনমজুরের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।
উপহার সামগ্রির মধ্যে রয়েছে, চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রী।
শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা ব্যারিষ্টার মামুন খান বলেন, মরণঘাতী করোন সংক্রমণ রোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর লকডাউনের ফলে খাদ্য সঙ্কটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আর তাদের কষ্ট লাগবে বাংলাদেশ যুবলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তিনি আরোও জানান, খাদ্য সামগ্রী পৌঁছে দিতে উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের একাধিক সদস্য এসময় সহযোগিতা করেন।