ইতালিতে তৃতীয় বাংলাদেশির মৃত্যু

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


ইতালি: ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মজিবুর রহমান (৪৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে মিলানের সান পাওলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতালির মিলানে বসবাসরত তুহিন মাহামুদ তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

তিনি অনেকদিন ধরেই অসুস্থতা ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ইতালির মিলানে দীর্ঘদিন ধরে তিনি বাস করছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়। করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এখন পর্যন্ত তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত একদিনেই ইতালিতে করোনায় মৃত ৭৬০ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১৫ জন। আর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ১৫ হাজার ২৪২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *