ঢাকা: দুনিয়াজুড়ে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দেশে দেশে থাকা প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত অনেকে এরইমধ্যে অনাকাঙ্খিত ওই মৃত্যু মিছিলে যোগ দিতে বাধ্য হয়েছেন। গত ২৪ ঘন্টায় কেবল যুক্তরাষ্ট্রেই মারা গেছেন ১৮ বাংলাদেশি। যার মধ্য দিয়ে দেশটিতে বাংলাদেশি মৃতের সংখ্যা ৫৩ তে দাঁড়িয়েছে। বৃটেনে গত ৪৮ ঘন্টায় আরও ৮ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। সব মিলে এ পর্যন্ত দেশটিতে ১৯ বাংলাদেশি বংশোদ্ভূত মারা গেছেন। বাংলাদেশ কমিউনিটির বরাতে লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের দায়িত্বশীল সূত্র বৃহস্পতিবার সন্ধ্যায় মানবজমিনকে এ তথ্য জানিয়েছে।
এদিকে দায়িত্বশীল কূটনৈতিক সূত্র, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, স্থানীয় সাংবাদিক, বাংলাদেশ মিশন এবং অনানুষ্ঠানিক সরকারি সূত্র বলছে, যুক্তরাষ্ট্রে ৫৩ এবং বৃটেনে ১৯ জন সহ সারাবিশ্বে মোট ৮৩ জন বাংলাদেশির প্রাণ কেড়ে নিয়েছে করোনা।
যার মধ্যে রয়েছে- ইতালিতে ২জন, কাতারে ২ জন, সৌদি আরবে এক চিকিৎসকসহ ৩ জন, স্পেনে একজন, সুইডেনে একজন, লিবিয়ায় একজন এবং গাম্বিয়ায় একজন বাংলাদেশি। গাম্বিয়ায় মারা যাওয়া ওই বাংলাদেশি দেশটিতে তাবলিগে গিয়েছিলেন বলে জানা গেছে।