রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে ৯ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এতে গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না।
এধরণের মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশের ১ মাসের রেশন অসহায় কর্মহীনদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। আর এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ঢাকা রেঞ্জের (অতিরিক্ত) উপ মহা পুলিশ পরিদর্শক নূরে আলম মিনা অন্যন দৃষ্টান্ত স্থাপন করলেন।
(২ এপ্রিল বৃহস্পতিবার) বিকেলে গাজীপুর জেলার সদর উপজেলার ভাওয়াগড় ইউনিয়নের দরগার চালা গ্রামের মৃত ওয়ারেস আলীর স্ত্রী বিধবা আমেনা (৫০) এর ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
ঢাকা রেঞ্জের (অতিরিক্ত) উপ মহা পুলিশ পরিদর্শক নূরে আলম মিনা বলেন, সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর লকডাউনের ফলে স্বল্প আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। এই সঙ্কট সমাধানে বাংলাদেশ পুলিশের ১ মাসের রেশনের সম্পন্ন খাদ্য দ্রব্য নিম্ম আয়ের মানুষের মধ্যে বিতরণের উদ্যোগ নিয়েছি। তাই আমরা সারাদেশের মত গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার অবহেলিত জনপদে বসাবাসরত নিম্ম আয়ের মানুষের মধ্যে তা বিতরণ করছি।
এসময় দুই শতাধিক পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবন সম্বলিত প্যাকেট বিতরণের জন্য জেলার সকল থানা অফিসার ইনচার্জ এর কাছে পাঠানো হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ কালে আরোও উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ সুপার শামছুন নাহার, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম প্রমূখ।