লন্ডনে ছোট ভাইয়ের পর করোনায় প্রাণ গেল বড় ভাইয়ের, ওসমানীনগরে শোকের ছায়া

Slider জাতীয় সিলেট

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক। করোনাভাইরাস যেন কাউকেই করুণা না করার পণ করেছে! ভয়ঙ্কর এই ভাইরাসের ছোবলে বাংলাদেশসহ গোটা বিশ্বে এখন জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

ভয়ঙ্কর এই ভাইরাসের কবলে পড়ে ছোট ভাই মনির উদ্দিনের পর করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন বড়ভাই সিরাজ উদ্দিন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। করোনা আক্রান্তে মারা যাওয়া সিরাজ উদ্দিনের বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ মান্দারুকা গ্রামে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে তিনি লন্ডনের একটি হাসপাতালের করুনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিজ মান্দারুকা গ্রামের সমাজ সেবক রাজু আহমেদ ।

দুই ভাইয়ের মৃত্যুর খবরে নিজ মান্দারুকায় আত্নী্য় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কান্না থামাতে পারছেনা নিজ মান্দারুকা গ্রামবাসী। এ নিয়ে পুরো ওসমানীনগরে নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য, গত ২৭ শে মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওসমানীনগরের নিজ মান্দারুকা গ্রামের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মনির উদ্দিন আহমেদ লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *