রাজশাহী: রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্দ্যোগে অসহায় রিক্সা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
অদ্য ১ এপ্রিল ২০২০,বুধবার দুপুর ২টার দিকে সোনাদিঘী মসজিদের সামনে রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি খাদ্য সামগ্রী বিতরণ করেন।
ছাত্রদল সব সময় সকল দুর্যোগময় সময়ে মানুষের পাশে দাড়িয়েছে তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে অতি সামান্য সহায়তা নিয়ে এসব মানুষের হাতে কিছু খাবার তুলে দেয়ার চেষ্টা করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আলিম শিমুল,মজিবুল হক মিলন,মাসুদুল হক মৃধা মোমিন,মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানভির ইসলাম সুইট,সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি,সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তিতাস সরকার,রায়হান ইসলাম রুদ্র ও সাবেক সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক শাকিল।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর সংগ্রামী দলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মিলু,মহানগর সংগ্রামী দলের সিনিয়র সহ-সভাপতি সুব্রত রায়,বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নূর আলম সরকার রানা,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব শুভ,সিহাব হোসেন জয়,সাবেক যুগ্ম সম্পাদক আরাফাত হক রিয়াদ,আলী আজম রিজভী,বোয়ালিয়া থানা ছাত্রদল নেতা নাইম ইসলাম সনি,আননাফি খাঁন মন সহ নেতৃবৃন্দ।