আবারো লকডাউনের বিরোধিতা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। উল্টো তিনি বুদ্ধিমত্তা দিয়ে জনগণকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন।
অনলাইন বিবিসি বলছে, বিশে^র সবচেয়ে জনবহুল দেশের মধ্যে পঞ্চম পাকিস্তান। এখানে এই ভাইরাস ছড়িয়ে পড়ার বড় রকমের ঝুঁকি আছে। এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। তবে জেলে ভেদে শাটডাউনের মাত্রায় ভিন্নতা রয়েছে। এ খবরের সঙ্গে বিবিসি যুক্ত করেছে আরো কিছু তথ্য। তাতে বলা হয়েছে, ভ্রমণে বিধিনিষেধ থাকায় বাংলাদেশে আটকা পড়েছেন বেশ কিছু ভারতীয় শিক্ষার্থী।
তাদেরকে উদ্ধারে ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছে। শ্রীলঙ্কায় করোনা ভাইরাসে মারা গেছেন আরো একজন। এ নিয়ে সেখানে মারা গেলেন দু’জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১২০।