চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯,০৭৪ জনের। এদিকে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে দাবানলে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ দমকলবাহিনীর সদস্য রয়েছেন।
সোমবার স্থানীয় সময় বেলা ৩টার দিকে সিচুয়ান প্রদেশের জিচ্যাং শহরে বনভূমিতে দাবানলে এ প্রাণহানি ঘটে।
দাবানল নিয়ন্ত্রণে দমকলবাহিনীর ১৪০টি গাড়ি মোতায়েন করা হয়েছে। এছাড়া চারটি হেলিকপ্টার এবং ৯শ দমকলবাহিনীর সদস্য উদ্ধার কাজ চালাচ্ছেন।
স্থানীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ১৪০টি ফায়ার ইঞ্জিন, চারটি হেলিকপ্টার, ৯০০ এর বেশি দাবানল কর্মী। উদ্ধার কাজে নিয়োজিত আছেন দুই হাজারেরও বেশি জরুরি কর্মী। পরিস্থিতি বিবেচনায় সরিয়ে নেওয়া হয়েছে ১,২০০ বেশি স্থানীয় নাগরিককে।