যুক্তরাষ্ট্রের বৃহৎ ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান জনসন ও জনসন বলেছে, মানুষের উপর পরীক্ষামূলক করোনাভাইরাস ভ্যাকসিনের পরীক্ষা সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে এবং এই ভ্যাকসিনটি আগামী বছরের শুরুর দিকে জরুরী ব্যবহারের জন্য ব্যবহার করা যাবে।
সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা অধিদফতরের সাথে যৌথভাবে ১ বিলিয়ন ডলারেরও বেশি অর্থের সমন্বয়ে এ কার্যক্রম চলছে। ভ্যাকসিনের মানবিক পরীক্ষাগুলি সফল হলে এটি ১ বিলিয়ন ডোজ বেশি ভ্যাকসিন উৎপাদন করতে সমর্থ হবে। সূত্র: ভয়েস অব আমেরিকা