প্যারিস, ৩১ মার্চ- প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৪১৮ জন মারা গেছেন। ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে দেশটিতে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৩০০০ ছাড়ালো।
এছাড়া ফ্রান্সে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৪৩৭৬ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৪ হাজার ৫৫০ জন।
তবে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে যে মৃত্যুর হিসাব দিচ্ছে তা শুধু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু নিয়ে তৈরি। হাসপাতাল ছাড়াও দেশটির অন্যান্য স্থানে মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। সেই হিসাব রাখা হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, মৃতের সংখ্যাটা আরও বেশি।
ফ্রান্সের সরকারি কর্তৃপক্ষ সোমবার তাদের হালনাগাদ তথ্য দিয়ে জানায়, একদিনে সর্বোচ্চ ৪ শতাধিক মানুষের মৃত্যুর পর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে নাম লেখানো মানুষের সংখ্যা এখন ৩০২৪ জন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৭ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ হাজার ৮৪৬ জন, এরমধ্যে ৫ হাজার ৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে তাদের।
সূত্র : বাংলাদেশ জার্নাল