গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট করোনার চিকিৎসায় দেওয়ার আগ্রহ

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি জাতীয়

গাজীপুর: করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ও কোয়ারেন্টাইনের জন্য নিজের রিসোর্ট ব্যবহার করতে দিতে চান সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।

রাজেন্দ্র ইকো রিসোর্ট নামের বিনোদন কেন্দ্রটি গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে আট কিলোমিটার দূরে গজারি বনের ভেতরে অবস্থিত।

রবিবার সাংবাদিকদের সাথে আলাপকালে বিনামূল্যে ব্যবহার করতে দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন এই বিএনপি নেতা।

তিনি জানান, প্রায় ৮০ বিঘা জমি নিয়ে রিসোর্টটি গড়ে তোলা হয়েছে। এতে ১০০টির ওপরে সুসজ্জিত রুম আছে। সমৃদ্ধ অবকাঠামো ও প্রাকৃতিক পরিবেশের এক অপরূপ মেলবন্ধন রয়েছে।

হাফিজ ইব্রাহিম বলেন, দেশের জনগণের প্রয়োজনে সকলকে এগিয়ে আসা প্রয়োজন। সবাই মিলে এক সাথে এই দুর্যোগ মুহূর্ত মোকাবেলা করতে হবে।

তিনি আরও বলেন, রিসোর্টটি ব্যবহারে সরকারকে চিকিৎসা সুবিধা সংযোজন করতে হবে। বাংলাদেশে কর্মরত বিদেশিদের হোম কোয়ারেন্টাইনের জন্য ব্যবহার করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *