হাইকোর্টে বইয়ের মধ্যে বোমা

Slider বাংলার আদালত

58588_r-5

 হাইকোর্টের ভেতর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার বিকাল তিনটার দিকে হাইকোর্টের এনএক্স ভবনের নয় নম্বর বিচারকক্ষ থেকে ওই বস্তুটি উদ্ধার পরীক্ষার পর বোমা বলে চিহিৃত করে পুলিশ। ওই ভবনে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গনির বেঞ্চ বিচার কাজ পরিচালনা করেন।
বোমা সদৃশ বস্তুটি একটি বই কেটে ভেতরে বসানো হয়েছে। পরে ডিএমপি এটি পরীক্ষা করে বোমা বলে ঘোষনা করে। বেঞ্চের বিচারপতিরা মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার পর ফাঁকা এজলাস কক্ষের পেছনের বেঞ্চে একটি বই দেখতে পান কোর্টের এক কর্মচারী। পরে বইটি খুলে তার মাঝখানে পাতা কেটে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তুটি দেখতে পান তিনি। খবর পেয়ে বিকাল তিনটার দিকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে আসেন। তারা এসে সেটি পরীক্ষা-নিরীক্ষা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *