স্টাফ রিপোর্টার | বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। সমাবেশ সফল করতে আজ সর্বশেষ প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চও তৈরি করা হয়েছে। তবে আজ বিকাল পর্যন্ত সমাবেশের অনুমতি নেয়া হয়নি ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে। গত ৫ই জানুয়ারি ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ৪ঠা জানুয়ারি থেকে ঢাকায় সভা সমাবেশের ওপর অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি। এখন পর্যন্ত এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। এই নিষেধাজ্ঞার মধ্যেই আওয়ামী লীগ সমাবেশের তারিখ ঘোষণা করে প্রস্তুতি নিয়েছে। এদিকে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত আগের দেয়া নিষেধাজ্ঞা বহাল আছে। সমাবেশের প্রস্তুতি দেখতে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ অন্য নেতারা। এসময় হানিফ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনুমতি নিয়েই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে। তিনি বলেন, বিএনপি-জামায়াত মিথ্যাবাদী দল। তারা দেউলিয়া হয়ে গেছে।