ঢাকা: করোনার ধাক্কায় বিধ্বস্ত দেশের অর্থনীতি৷ আর সেই হতাশাতেই আত্মহত্যা করলেন জার্মানির হেশে রাজ্যের অর্থমন্ত্রী থমাস শ্যাফার৷ রেল লাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে৷ তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ।
জার্মানির অর্থনৈতিক রাজধানী ফ্রাঙ্কফুর্ট এই হেশে শহরের মধ্যেই পড়ে৷ ডোয়াইশ ব্যাঙ্ক, কমার্জ ব্যাঙ্কের সদর দফতর এখানে৷
করোনা মহামারির ধাক্কায় গোটা বিশ্বের মতো ফ্রাঙ্কফুর্ট শহরের অর্থনীতিও বিপর্য়স্ত হয়ে পড়েছে৷ ওই অর্থমন্ত্রী দশ বছর ধরে হেশে রাজ্যের অর্থনৈতিক প্রধান ছিলেন৷ করোনা বিপর্যয়ের ধাক্কা সামলে উঠার জন্য বিভিন্ন সংস্থা এবং তাদের কর্মীদের সঙ্গে দিনরাত এক করে পরিশ্রম করছিলেন ৫৪ বছর বয়সী শ্যাফার৷ কিন্তু প্রায় প্রতিদিনই অর্থনীতি আরও মুখ থুবড়ে পড়ছিল৷
জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের অন্যতম ঘনিষ্ঠ এবং হেশে রাজ্যের প্রধান ভোলকার বোউফিয়ার স্বীকার করে নিয়েছেন, অর্থনীতির অবস্থা নিয়ে গভীর উদ্বেগে ছিলেন শ্যাফার৷
আক্ষেপের সঙ্গে তিনি বলেছেন, ‘এই কঠিন সময়ে উনার মতো একজনকে আমাদের আরও বেশি করে প্রয়োজন ছিল৷’
বউফিয়ারের উত্তরাধিকারী হিসেবে শ্যাফারের নামই উঠে আসছিল৷ তিনিও মেরকেলের ডানপন্থী সিডিইউ দলের সদস্য ছিলেন৷ তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে৷