যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্যাট্রিক জোনস নামের এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলায় ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। তার মধ্যে ভাইরাসটির প্রথম লক্ষণ দেখা দেয় গত ১৯শে মার্চ। এই প্রথম দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে কোনো কারাবন্দির মৃত্যু হলো। দেশটির কেন্দ্রীয় কারাগার ব্যুরো (বিওপি) স্থানীয় সময় শনিবার একথা জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিওপির ওয়েবসাইট অনুসারে, যুক্তরাষ্ট্রজুড়ে কেন্দ্রীয় কারাগারগুলোয় সবমিলিয়ে ১৪ বন্দি ও ১৩ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। জোনস ২০১৭ সালে লুইজিয়ানার ওকডেলে একটি স্বল্প-নিরাপত্তা সম্বলিত কারাগারে বন্দি ছিলেন। বিওপি জানায়, তিনি আগ থেকেই কিছু জটিল রোগে ভুগছিলেন।।
আপনার মতামত দিন