করোনা পরিস্থিতিতে গরীব ও অসহায়দের পাশে মাহমুদা ফারুক

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল শ্রীপুর: করোনা প্রতিরোধে বন্ধ হয়ে গেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের শত শত দিনমজুরদের উপার্জন। যারা দিনে এনে দিনে খায়, উপার্জন বন্ধ হওয়ায় আজ তারা অসহায়। ছেলেমেয়েদের নিয়ে কষ্ট করেই চলছে তাদের সংসার। এ কষ্টকে লাঘব করতে রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেনের সহধর্মিণী মাহমুদা ফারুক তার নিজস্ব তহবিল হতে ছয়শতাধিক দিনমজুরকে চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়েছেন।

(২৯ মার্চ রোববার) সকালে নিজ বাসা থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন। মাহমুদা ফারুক জানান, দেশে করোনা পরিস্থিতিতে আমার ইউনিয়নের প্রায় ছয়শতাধিক গরীব দিনমজুরকে প্রত্যেকটি ওয়ার্ডে গিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে খাদ্য সামগ্রী। এতে চাল-ডাল, পেঁয়াজ, রসুন, তেল ও লবণসহ একটি পরিবারের ৭ দিনের খাবার রয়েছে। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেনসহ আওয়ামীলীগের নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *