সিলেট প্রতিনিধি : সিলেটের হোম কোয়ারেন্টিন গত চব্বিশঘন্টায় করোনা ভাইরাসের উপসর্গ ধরা না পড়ায় মুক্ত হয়েছেন ১৭৩ জন। ফলে কমেছে সঙ্গনিরোধ মানুষের সংখ্যা।
সর্বশেষ ৩৬ ঘন্টার তথ্য অনুযায়ী সিলেট বিভাগের ‘হোম কোয়ারেন্টিনে’ থেকে ছাড়া পেয়েছেন ১৭৩। বর্তমানে ‘হোম কোয়ারেন্টিনে আছেন ১১৮৪ জন। সাংবাদিকদের এ তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
শনিবার (২৮ মার্চ) তিনি বলেন, সিলেট বিভাগে আজ ‘হোম কোয়ারেন্টিনে’ রয়েছেন মোট ১১৮৪ জন। গতকাল ছিলেন ১৩৫৭ জন। এদের মধ্যে ১৭৩ জনের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েনি, তাই তারা আজ থেকে সঙ্গনিরোধ নিয়মের আওতামুক্ত।