আজ দেশে আসছে জ্যাক মা’র তিন লাখ মাস্ক

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


বাংলাদেশকে জ্যাক মা ও আলিবাবা ফাউন্ডেশনের দেয়া তিন লাখ মাস্ক আজ দেশে আসছে। শনিবার ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালাং সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনা মহামারি নিয়ে যেসব চিকিৎসক দিনরাত কাজ করছেন তাদের জন্য চীনের ভালোবাসার উপহার স্বরূপ জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশনের দেয়া ৩ লাখ মাস্ক চীনে তৈরি করা হয়েছে এবং তা রবিবার মধ্যে বাংলাদেশে পৌঁছে যাবে।

এরআগে শুক্রবার জ্যাক মা ফাউন্ডেশন এবং আলিবাবা ফাউন্ডেশন থেকে বাংলাদেশেকে অনুদান হিসেবে দেয়া প্রায় ৩০ হাজার করোনাভাইরাস পরীক্ষার কিট চীন থেকে ঢাকায় আসে।

সম্প্রতি বিশ্বব্যাপি করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশকে সহায়তা করার ঘোষণা দেন আলিবাবা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী চেয়ারম্যান জ্যাক মা। তিনি মাস্ক, টেস্টিং কিট, প্রতিরক্ষামূলক পোশাক, ভেন্টিলেটর এবং থার্মোমিটারসহ জরুরি বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্র: ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *