তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, গভীর রাতে বিস্ফোরণের শব্দে প্রতিবেশীরা বেরিয়ে এসে হারুন-অর-রশীদের গ্রামের বাড়ির ফটকের সামনে আগুন জ্বলতে দেখেন।
আগুন ছড়িয়ে পড়ার আগেই প্রতিবেশীদের তৎপরতায় তা নেভানো হয়। ঘটনার সময় ওই বাড়িতে কেউ ছিলেন না।
একই সময় হারুন-অর-রশীদের বাড়ির পাশে তার ফুপু মরিয়ম বেগমের বাসার কলাপসিবল গেইটের বাইরে থেকে তালা দিয়ে হাতবোমা ফাটানো হয়।
পরে পুলিশ এসে তালা ভেঙে গেট খুলে বাড়ির সদস্যদের বের করে আনে বলে জানান ওসি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান, হারুন-অর-রশীদের বাড়ির চারপাশে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়।
তাদের আরেক প্রতিবেশী সাবেক সেনা সদস্য আনোয়ার হোসেন বলেন, “গভীর রাতে শব্দ শুনে আমরা বের হয়ে আসি এবং আগুন দেখে নিভিয়ে ফেলি। তা না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।”
মরিয়ম বেগম বলেন, “বিস্ফোরণ ও আগুনের ঘটনায় বসার সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।”
তবে রোববার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি বলে ওসি মীর মোশারফ হোসেন জানান।