রাতুল মন্ডল শ্রীপুর:গাজীপুরের শ্রীপুরে করোনা ভাইরাস পরিস্থিতে কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। এসময় কারখানার নিরাপত্তা কর্মীরা শ্রমিকদের মারধর করে। এ খবর পেয়ে কারখানায় ব্যাপক ভাংচুর চালায় আন্দোলরত শ্রমিকরা।
(২৮ মার্চ শনিবার) সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের এএ ইয়ান মিলস লিমিটেড ও এএ নিটস্পিন লিমিটেডে ওই ঘটনা ঘটে।
শ্রমিকরা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানা কর্তৃপক্ষ করোনা ভাইরাস মোকালেবায় কোন পদক্ষেপ না নেয়ায় তাঁরা (শ্রমিক) সন্তোষ প্রকাশ করে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করে। এসময় কারখানার নিরাপত্তা কর্মীরা তাদের উপর হামলা চালালে প্রতিবাদে কারখানায় ভাংচুর করা হয়। এসময় বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীসহ অনেক শ্রমিক আহত হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কারখানা কর্তৃপক্ষ আট দিনের সাধারণ ছুটি ঘোষনা করলে শ্রমিকরা বাড়িতে চলে যায়।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মো.মনির হোসেন জানান, করোনা ভাইরাস মোকাবেলায় সকল প্রস্তুতি নেয়া হয়েছিল। তবুও গোজবে শ্রমিকরা কারখানায় ভাংচুর চালিয়েছে। তবে কোন নিরাপত্তা কর্মী শ্রমিকের ওপর হাত তুলেনি।
শিল্প পুলিশের হোতাপাড়া ক্যাম্পের ইনচার্জ মো.জাহাঙ্গীর আলম বলেন, কারখানা বন্ধের দাবিতে শ্রমিকেরা আন্দোলন করছিল। এসময় কারখানার নিরাপত্তা কর্মীরা শ্রমিকদের মারধর করে। এতেই ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা কারখানায় ভাংচুর চালায়। আমরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করি। পরে কারখানা ছুটি দেয়ায় শ্রমিকরা চলে যায়।