যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার জনসন এক ভিডিও বার্তায় নিজের অসুস্থতার খবর দেন। এর ঘণ্টা দুয়েক পর হ্যানককও টুইটারে পোস্ট করা ভিডিওতে করোনাভাইরাস পরীক্ষায় ‘পজিটিভ’ ফল আসার কথা জানান।
হ্যানকক বলেন, চিকিৎসকের পরামর্শে তিনি করোনাভাইরাস পরীক্ষা করান। “পরীক্ষায় আমি পজিটিভ হয়েছি।সৌভাগ্যবশত আমার উপসর্গগুলো মৃদু এবং বাসা থেকে কাজ করছি ও সেলফ আইসোলেশনে আছি।” এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর একদিন আগেই এ ভাইরাসের কবলে পড়েছেন ব্রিটিশ রাজপরিবারের যুবরাজ চার্লস।
গত ১১ মার্চ যুক্তরাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির এমপি নাদিন ডোরিয়েস করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসে একদিনে ১৮১ জনের মৃত্যু হয়েছে, দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৯ জনে।।