সিলেট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সবধরণের দোকানপাট বন্ধ করতে বলায় পুলিশের উপর হামলার চেষ্টা চালিয়েছেন কানাইঘাট চতুল বাজারে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অতর্কিত আক্রমনের মুখে সেখান থেকে চলে যায় পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে পুলিশের উপর চতুল বাজারের ব্যবসায়ীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সিলেটের সর্বস্থলের বইছে নিন্দার ঝড়।
কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চতুল বাজারে সবধরনের দোকানপাট খুলেছেন ব্যবসায়ীরা। বেলা ১টার দিকে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিকে সাথে নিয়ে পুলিশ নিত্যপ্রয়োজনীয় পণ্য, ফার্মেসি ও কাঁচাবাজার ছাড়া বাকি সবধরণের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেয়। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে কানাইঘাট চতুল বাজারে ব্যবসায়ীরা। তারা দোকানপাট বন্ধ করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে তারা পুলিশের উপর হামলারও চেষ্টা করেন।
এদিকে, ব্যবসায়ীদের যোদ্ধদেহী আচরণের কারণে বাজার থেকে ফিরে আসেন পুলিশ সদস্যরা। বাজার কমিটির নেতারা ব্যবসায়ীদের বুঝিয়ে দোকানপাট বন্ধ রাখার চেষ্টা করছেন। তবে ব্যবসায়ীরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।