হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ সারাদেশে যখন করোনা ভাইরাস সংক্রামিত হতে চলেছে। মানুষ যখন করোনা ভাইরাস নিয়ে আতংকিত দিন কাটাচ্ছে। লালমনিরহাটের রাজনৈতিক নেতারা, বড় বড় ব্যবসায়ীরা যখন নীরবে রয়ে গেছেন ঠিক তখনি এ জেলার মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে জনসচেনতা সৃষ্টিতে স্বস্ত্রীক মাঠে নেমে মানুষের দ্বারে দ্বারে করোনা সম্পর্কে সচেতনতামুলক বার্তা পৌঁছে দিচ্ছেন লালমনিরহাট চেম্বার অফ কমার্স এর তিন বারের পরিচালক, বসুন্ধরা সিমেন্টের পরিবেশক, জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম স্বপন।
মানবতার কান্ডারী রেজাউল করিম স্বপন ইতিমধ্যেই করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামুলক লিফলেট, সদর উপজেলার বিভিন্ন স্পটে জনসাধারনের হাত ধৌত করার ব্যবস্থা ও সাবান, মাস্ক নিজ অর্থায়নে পৌঁছে দিচ্ছেন লালমনিরহাট সদরের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে।
২৬ শে মার্চ ( বৃহস্পতিবার) সকালে তিনি লালমনিরহাট সদর উপজেলার মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত করতে পৌরসভার বিভিন্ন রাস্তায় পানির লবি দিয়ে ব্লিসিং পাউডার মিশ্রিত পানি দিয়ে সড়কসহ বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানগুলো স্প্রে করে ফেলতেও দেখা গেছে।
রেজাউল করিম স্বপনের করোনা প্রতিরোধে এমন উদ্যোগ সদর উপজেলাবাসীর নজর কেড়েছে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, দেশের এ ক্লান্তিলগ্নে রাজনৈতিক নেতারা, শহরের বড় বড় ব্যবসায়ীরা যখন ঘরে বসে রয়েছেন তখন স্বপনের এমন কর্মযঞ্জ প্রশংসার দাবী রাখে।
এ বিষয়ে রেজাউল করিম স্বপন বলেন, আমি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমার দায়িত্ববোধ থেকে মরণঘাতি করোনা প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে চেষ্ঠা করেছি। আশাকরি আমরা করোনা ভাইরাস সম্পর্কে নিজে সচেতন যেমন হব, তেমনি অন্যদের মাঝে সচেতনা সৃস্টির মাধ্যমে এ ব্যাধি প্রতিরোধ করতে সক্ষম হব ইনশাল্লাহ।