আখেরী মোনাজাতের জন্য মধ্যরাতের পর বন্ধ হচ্ছে ১৫কিঃমিঃ মহাসড়ক

Slider টপ নিউজ

 

10427334_424597377693467_6655582266916149429_n

গাজীপুর: রোববার আখেরী মোনাজাত সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য শনিবার মধ্যরাতের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান পযন্ত ১৫কিঃমিঃ সড়কে যানবাহন চলাচল সরকারিভাবে বন্ধ করা হচ্ছে। তবে ইজতেমার কাজে ব্যবহৃত গাড়ি চলবে।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার(এএসপি) সাখাওয়াত হোসেন ওই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার আখেরী মোনাজাতের জন্য আজ(শনিবার) মধ্যরাতের পর থেকেই গাজীপুর প্রবেশের প্রত্যেকটি পয়েন্ট গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হবে ।

টঙ্গী আবদুল্লাহপুর ব্রীজ হতে গাজীপুর ভোগড়া বাইপাস মোড় , পূবাইল মীরের বাজার হতে টঙ্গী রেল স্টেশন, ঢাকায় আশুলিয়া ধৌড় ব্রিজ হতে আবদুল্লাহপুর পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে ।

তবে শুধু মাত্র জরুরী রোগীবহনকারী এ্যাম্বুলেন্স, বিমানযাত্রীবহনকারী গাড়ি চলবে ।

মোনাজাতের দিন রোববার সকাল থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় এলাকা থেকে ইজতেমাস্থল পর্যন্ত মুসল্লিদের সুবিধার্থে ৪০টি (ইজতেমার স্টিকার লাগানো) শাটল বাস চলাচল করবে ।

বিশ্ব ইজতেমার মোনাজাত শেষ হওয়ার পর আবার সব কয়টি পয়েন্ট খুলে দেয়া হবে ।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *