রাতুল মন্ডল, শ্রীপুর: করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শ্রীপুর পৌরসভায় বিভিন্ন স্থানে বিভিন্ন উদ্যোগ নিয়েছে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিন। জীবাণু নাশক ঔষধ ছিটিয়ে ও গণসচেতনতামূলক প্রচার পত্র বিলি ও মাইকিং করে তাঁরা ভাইরাস প্রতিরোধে কাজ করছে।
বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের মাওনা চৌরাস্তার চারটি সড়কের জনবহুল এলাকা ও বিকালে ৬ নং ওয়ার্ডের কেওয়া বাজারের দোকানপাট সহ সড়কে চলাচলকারী যাত্রীবাহী গনপরিবহনের বিভিন্ন স্থানে জীবাণু নাশক ঔষধ ছিটিয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল আলম রবিন এর নেতৃত্বে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নিজেরাই। মহামারী চলাকালে সংগঠনের সদস্যদের নিয়ে শ্রীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণু নাশক ছিটানোর কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, এই মুহূর্তে ভাইরাস সংক্রমণ রোধ বড় একটি চ্যালেঞ্জ। প্রত্যেকেই নিজ নিজ জায়গায় থেকে সামর্থ অনুযায়ী কাজ করতে হবে। জরুরী প্রয়োজন ছড়া ঘর থেকে বের হওয়া যাবে না।