দিনাজপুর: দিনাজপুরের বিরলে রূপালী বাংলা জুটমিলে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে এক পান দোকানদার নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতের এ ঘটনায় তিন শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ১৮ শ্রমিক। গুলিবিদ্ধদের মধ্যে দুজনকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মিলের মালিক বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মিল বন্ধ হয়ে যাবে—এমন খবরে গতকাল বিকেল থেকে শ্রমিকরা পাওনার দাবিতে আন্দোলন শুরু করে। তাদের কারো চার সপ্তাহের আবার কারো তিন সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। কিন্তু মিল কর্তৃপক্ষ পাঁচ দিনের বেতন দিতে চাইলে শ্রমিকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মালিকপক্ষ কোনো বেতনই দেওয়া হবে না বলে ঘোষণা দিলে শ্রমিকরা রাত ৮টার দিকে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে পান দোকানি সুরত আলী নিহত হন।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।