যুক্তরাষ্ট্রে ১ দিনে আক্রান্ত ১০ হাজার

Slider জাতীয় বাংলার মুখোমুখি


যুক্তরাষ্ট্রে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ১৩২। আর করোনা ভাইরাসে মারা গেছেন কমপক্ষে ৯৪৭ জন। তবে নিউ ইয়র্কে কিছুটা উন্নত হয়েছে পরিস্থিতি। সেখানে করোনা মহামারি কিছুটা স্লথ হয়েছে। বৃটেনে মৃতের সংখ্যা ৪২২ থেকে বেড়ে ৪৬৩ হয়েছে। ওদিকে নিউ জার্সির একটি হাসপাতালে বুধবার রাতে করোনা ভাইরাসে মারা গেছেন ভারতীয় শেফ ফ্লোয়েড কারডোজ। তিনি সেলেব্রেটি জগতে খুব বিখ্যাত।

তাকে বলা হয় পাইওনিয়ার শেফ। এমন মৃত্যুতে সেলিব্রেটিরা শোক প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছেন ভারতীয় বহুল আলোচিত মডেল পদ্মলক্ষ্মীও। আটলান্টা ভিত্তিক শেফ আশা গোমেজ বলেছেন, কারডোজ নিউ ইয়র্কের তবলা রেস্তোরাঁয় নির্বাহী শেফ হিসেবে দায়িত্ব পালন করতেন। মুম্বইয়ের জনপ্রিয় রেস্তোরাঁ বোম্বে ক্যান্টিন এবং ও পেড্রোর মালিকানা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *