ঢাকা: রাজধানী ঢাকার লকডাউন এলাকা থেকে বাসা পরিবর্তন করে নতুন বাসায় উঠার সময় এলাকাবাসীর বাঁধা মুখে পড়েছে ভাড়াটিয়া। এই নিয়ে রীতিমত ঝামেলাও হয়েছে।
আজ ঢাকার উত্তরায় ঘটে এই ঘটনা।
জানা যায়, ঢাকার লকডাউন এলাকা থেকে বাসা পরিবর্তন করে উত্তরায় বাাসা পরিবর্তন করার সময় স্থানীয়রা বাঁধা দেয়। করোনা আক্রান্ত পরিবার কি না এই সন্দেহে এলাকার লোকজন ওই বাঁধার সৃষ্টি করে।
স্থানীয়রা জানায়, করোনার হাত থেকে রক্ষার প্রধান উপায় হল সচেতন থাকা। আর করোনায় আক্রান্ত এলাকায় লকডাউনের ভেতর থেকে নতুন বাসায় উঠতে হলে নতুন বাসা ও এলাকাবাসীকে নিশ্চিত করে আসতে হবে যে, ওই পরিবার করোনার ঝুঁকিতে নেই। সংক্রমন ঠেকাতে জনগনের এই ধরণের সচেতনতা ভাল লক্ষন। তবে সতর্ক থাকতে হবে যেন এই ইস্যুতে কোন গুজব অপরাধ তৈরী করতে না পারে।