দুই বছরেরও বেশি সময় পর মুক্ত পরিবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতাল থেকে পরিবারের জিম্মায় যান তিনি। তাকে সেখানে স্বাগত জানাতে ভিড় করেন দলের নেতাকর্মীরা। হাসপাতাল থেকে তার গাড়ি বহর বের হওয়ার সময় নেতাকর্মীদের ভিড়ে সামনে এগোতে বেগ পেতে হয়। খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন এমন খবরে সকাল থেকেই হাসপাতাল ও আশপাশের এলাকায় নেতাকর্মীরা ভিড় করেন। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল শুরু থেকেই। খালেদা জিয়ার গাড়ি বহর গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা হলে নেতাকর্মীরাও বহরের সঙ্গে যান। এ সময় তারা নানা স্লোগান দেন।