প্রথম আলো ও ডেইলি স্টারের নৈতিকতা সর্বনিম্ন : জয়

Slider টপ নিউজ

joy-ho-thereport24

ঢাকা:  প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকতার নৈতিকতা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

নিজের ফেসবুক স্ট্যাটাসে শনিবার রাতে তিনি এ মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ জয় বলেন,‘ বাংলাদেশে “অন্য” একটি রাজনৈতিক দল(বিএনপি) কী ধরনের কুটিল হতে পারে। তারা মার্কিন কংগ্রেস সদস্যদের নামে একটি তথাকথিত বিবৃতির জাল খসড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। খালেদার “বিশেষ সহকারী” এবং দলটির “পররাষ্ট্র বিষয়ক দূত” জাহিদ সাদী যে বেশ কয়েকবার প্রতারণা এবং ব্যাংক জালিয়াতির জন্য মার্কিন কারাগারে ছিল, সে এই কাজটি করেছে। এটি একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল নয়, এরা হচ্ছে এক দল জুয়াচোর!’

‘এমনকি আরও হাস্যকর বিষয়, দুটি প্রধান পত্রিকা (প্রথম আলো এবং ডেইলি স্টার) যারা নিজেদের নীতিনিষ্ঠ বলে দাবি করে তারা এই সংবাদ প্রচার করে গিয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের সংশোধনী ছাপায়নি। আমি সব সময়ই বলে এসেছি তাদের সাংবাদিকতার নৈতিকতা সর্বনিম্ন রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *