সিলেটের বিপনীবিতান বন্ধের ঘোষণা থাকলেও অনেক ব্যবসায়ী তা মানছেন না

Slider জাতীয় সিলেট


সিলেট প্রতিনিধি :: করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে সিলেটের মানুষকে রক্ষা করতে সিসিক মেয়র আরিফুর হক চৌধুরী নগরীর বিপনিবিতানগুলো ৩ দিন ( সোমবার থেকে শুক্রবার পর্যন্ত) বন্ধ রাখার জন্য সিলেট নগরীর ব্যবসায়ীর প্রতি আহবান জানিয়েছেন। রবিবার মেয়রের আহবানে সাড়া দিয়ে ব্যবসায়ীরা তিনদিন সকল মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে অতিপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা রেখে বাকি সব মার্কেট, শপিং মল ও দোকান-পাট তিনদিন বন্ধ রাখার কথা থাকলেও অনেকেই তা মানেননি।

সোমবার (২৩ মার্চ) বিকেলে নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় হাতেগোনা কয়েকটি মার্কেট ব্যতিত অধিকাংশ বিপনীবিতান এখনো খোলা রয়েছে। আর তাতে বাড়ছে শঙ্কা। আর এতে সচেতন মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। সচেতন মহল সংক্রমণ রোধে অতিপ্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ও ঔষধের ফার্মেসী ব্যতিত মার্কেট ও দোকান-পাট বন্ধ রাখার জোর দাবি জানিয়েছেন।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী’র আহবানে সাড়া দিয়ে ব্যবসায়ীরা বিপনিবিতান বন্ধ রাখার ঘোষনা দিলেও আল-হামরা, মিলেনিয়াম, ব্লু-ওয়াটার, মধুবনসহ কয়েকটি মার্কেট বন্ধও পাওয়া গেলেও নগরীর হাসান মার্কেট, করিমুল্লাহ মার্কেট, সিটি হার্ট, ওরিয়েন্টাল, সুরমা মার্কেট, সবুজ বিপণী, জিন্দাবাজার এলাকার জালালাবাদ হাউস, আহমদ ম্যানশন, মিতালী মার্কেট, শুকরিয়া মার্কেট, লতিফ মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেট আজও খোলা রেখেছে। এছাড়াও রাস্তার পাশের সকল দোকান খোলা রেখেছেন ব্যবসায়ীরা। এসব মার্কেট ও দোকানে মাস্কবিহীন মানুষজন দেদারসে কেনাকাটা করছেন।

যাতে শঙ্কিত হয়ে পড়েছেন সিলেটের সচেতন মহল। তারা বলেন, যদি এসব মার্কেট ও দোকানে করোনার লক্ষণ বিশিষ্ট কোন ব্যক্তি কেনাকাটা করতে আসলে ভয়ঙ্কর এ ভাইরাসটি সিলেটে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

এ বিষয়ে সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, আমরা গতকাল রাত ৯টার দিকে শুকরিয়া মার্কেটে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে বৈঠকে বসেছিলাম। সন্ধ্যা পরে অনেক মার্কেট ও দোকান বন্ধ করে ফেলায় রাতের সিদ্ধান্তটা জানানো যায়নি। আজ জানানো হবে। আশা করছি কাল থেকে নগরের সকল মার্কেট ও দোকান বন্ধ রাখবেন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *