স্থানীয় বাসিন্দা ও প্রত্যদর্শীরা জানান, মালবাহী লরিটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। গভীর রাত হওয়ায় লরিটি নগরীর ভেতর দিয়ে প্রবেশ করে। এটি বারপাড়া এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে লরির চালক ও হেলপার মারাত্মক দগ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে চকবাজার ফয়সল হাসপাতলে ভর্তি করেন। গুরুতর দগ্ধ হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফয়সল হাসাপাতাল কর্তপ। চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজুল ইসলাম জানান, লরির আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা থেকে ঢাকা পাঠানো হয়েছে। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পণ্যবাহী একটি ট্রাকে অগ্নিসংযোগসহ অন্তত ১০টি গাড়ি ভাংচুর করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া রাস্তার মাথা এলাকায় এ অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। প্রত্যদর্শীরা জানান, রাত ৯টার দিকে অবরোধকারীরা চিওড়া রাস্তার মাথা এলাকায় একটি বিােভ মিছিল বের করে। এক পর্যায়ে হাইওয়ে হোটেল ভিটা ওয়ার্ল্ডের সামনে পণ্যবাহী একটি ট্রাকে অগ্নিসংযোগ করে। এসময় অন্তত ১০ টি গাড়ির গ্লাস ভাংচুর করে তারা। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ নাজির আহমদ জানান, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী জানান, মালবাহী একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যানবাহন ভাংচুর হয়েছে কিনা আমার জানা নেই।
অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের ডাকা অবরোধে যেকোন হামলা প্রতিহত করতে কুমিল্লায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কুমিল্লা ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল জাকির হোসেন জানান, আইন শৃংখলা রাকারী বাহিনীকে সহায়তা করার জন্য কুমিল্লার চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ এবং বুড়িচং উপজেলার নিমসার এলাকায় এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।