ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় প্রথম মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তির বয়স ৫৭ বছর। তিনি দমদম এলাকার বাসিন্দা ছিলেন। সল্টলেকের বেসরকারি এক হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১৬ই মার্চ জ্বর-সর্দি-কাশি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ক্রিটিকাল কেয়ার টিমের তত্ত্বাবধানে এক্সট্রাকর্পোরিয়েল মেমব্রেন অক্সিজেনেশনে (একমো) রাখা হয়েছিল তাকে। তার মধ্যেই সোমবার তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। আজ সোমবার দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ সেখানে তাঁর মৃত্যু হয়।
এ খবর দিয়েছে আনন্দবাজার পত্রিকা।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, মৃত ব্যক্তির কয়েকজন পরিজন এবং পরিচিতও হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের গৃহ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ঠিক কতজন তার সংস্পর্শে ঠিক কত জন এসেছেন, তা এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।