ডেস্ক: করোনায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় সব থেকে ভয়াবহ অবস্থা মালয়েশিয়ার। দেশটিতে মুসলিমদের একটি ধর্মীয় জমায়েত থেকে ছড়িয়ে পরে করোনা। দেশটির মোট আক্রান্তের ৬০ ভাগই ওই জমায়েতের সঙ্গে যুক্ত ছিল। ইতিমধ্যে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে দেশটিতে। ফলে সব ধরণের জন সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে মালয়েশিয়ায়। রোববার থেকে এ বিষয়ে তদারকি করতে মাঠে নেমেছে দেশটির সেনাবাহিনীও। এ খবর দিয়েছে স্ট্রেইট টাইমস।
করোনায় মালয়েশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় দুই হাজার মানুষ। মারা গেছেন প্রায় এক ডজন।
দেশটিতে সর্বশেষ ভিক্টিম একজন চিকিৎসক। এরপরই এই সেনা মোতায়েনের ঘটনা ঘটলো। এ নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সংবাদ সম্মেলন করে। এতে মন্ত্রী ইসমাইল সাবরিক ইয়াকুব বলেন, পুলিশ ৯০ ভাগই স্বয়ংস¤পূর্ণ। তবে ১০ শতাংশও কম নয়। সেনাবাহিনী পুলিশের সঙ্গে মিলে টহল দেবে। রাস্তায় চলাচল স¤পূর্ণ বন্ধ করাই এর উদ্দেশ্য।