করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে সার্বক্ষণিক তাদের কর্মস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ রবিবার করোনা ভাইরাস প্রতিরোধ এবং এর প্রাদুর্ভাব জনিত যেকোনো পরিস্থিতি মোকাবেলার স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করতে দায়িত্বশীলদের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সেই পত্রে, ‘করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’