৩০ সেকেন্ডে সম্পূর্ণ মোবাইল চার্জ

তথ্যপ্রযুক্তি

1420811675

ঢাকা:  স্মার্ট ফোনের সবচেয়ে বড় সমস্যা এর ব্যাটারি। একবার চার্জ করে বেশিক্ষণ যেমন ব্যবহার করা যায় না তেমনি চার্জ হতেও লাগে দীর্ঘ সময়।
পরের সমস্যাটির অর্থাৎ চার্জ হতে যে দীর্ঘ সময় লাগে তার সমাধান নিয়ে নিয়ে এসেছেন গবেষকরা। লাস ভেগাসে চলমান কনজিউমার ইলেক্ট্রনিক শো’তে নতুন প্রযুক্তির একটি চার্জার দেখিয়েছে ইসরাইলের স্টোরডট নামের একটি প্রতিষ্ঠান। নতুন এই চার্জার দিয়ে তারা একটি স্যামসাং স্মার্টফোন মাত্র ৩০ সেকেন্ডে শূন্য অবস্থা থেকে সম্পূর্ণ চার্জ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।
নতুন এই প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তথ্য বা হাতের নাগালে আসতে আরো কত দিন লাগবে তা জানায়নি প্রতিষ্ঠানটি।
এর সাহায্যে বর্তমানে ব্যাটারি যে গতিতে চার্জ হয় তার চেয়ে প্রায় ১০০ গুণ দ্রুত চার্জ দেয়া সম্ভব হবে, যা মানুষের মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপ ব্যাবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ পাল্টে দেবে।
দিন দিন স্মার্টফোনে নিত্য নতুন সুবিধা আসলেও সব অর্জন ব্যর্থ হতে চলেছিল ব্যাটারির সমস্যার সমাধান করতে না পারার কারণে। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *