করোনা: মিরপুরে এক ভবনের ৩০ পরিবারের চলাচল সীমিত

Slider জাতীয় ঢাকা

ঢাকার মিরপুরের উত্তর টোলারবাগ এলাকার একটি ভবনের ৩০ পরিবারের চলাচল সীমিত করা হয়েছে। ওই ভবনের এক বাসিন্দার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, নয়তলা ওই ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাটে অবসরপ্রাপ্ত সরকারি কলেজের একজন শিক্ষক পরিবার নিয়ে বসবাস করতেন। ভোরে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর ওই পরিবার হোম কোয়ারেন্টিনে চলে যায়। ওই ভবনের সবকটি ফ্ল্যাটের বাসিন্দারা নিজেদের চলাচল সীমিত করেছেন।

পুলিশের মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) মোশতাক আহমেদ বলেন, ৭৩ বছর বয়সী এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার পর আমরা তার পরিবারের সদস্যদেরকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছি। এছাড়া ভবনের অন্যান্য বাসিন্দারাও সতর্কতার অংশ হিসেবে কোয়ারেন্টিনে আছেন। আমরা ভবনটিকে নজরদারিতে রেখেছি। ভবনটির আশেপাশে মানুষের চলাচল সীমিত করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *