গাজীপুর; বিশ্বের বহু সংখ্যক দেশের মতো বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার প্রেক্ষিতে দেশের বিভিন্ন এলাকার মতো গাজীপুরের বিভিন্ন বাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে সাধারণ নাগরিকদের দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক, গাজীপুরকর্তৃক জেলা প্রশাসন, গাজীপুর এর কর্মকর্তাদের বাজার মনিটরিং-এর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত নির্দেশনার আওতায় গাজীপুর জেলার বিভিন্ন বাজারে ২০ ও ২১ মার্চ, ২০২০ মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
২০ ও ২১ মার্চ, ২০২০ তারিখ বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, গাজীপুর কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টসমূহে মোট ১২৪ টি মামলায় মোট ১৮,৫৭,০০০/- টাকা অর্থদন্ড এবং ২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
এছাড়াও, বিভিন্ন স্থানে লোক জমায়েত সীমিতকরণের জন্য গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।