আটক এজেন্টকে ছাড়াতে পুলিশ ভ্যানে উঠে পড়লেন ইশরাক

Slider জাতীয় রাজনীতি


জিগাতলায় গ্রেফতার হওয়া এক এজেন্টকে ছাড়াতে নিজেই পুলিশ ভ্যানে উঠছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জানা যায়, ঢাকা ১০ আসনের উপনির্বাচনে জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির এজেন্ট মোঃ সেলিম হোসেনকে আটক করে পুলিশ ভ্যানে তোলে ধানমন্ডি থানা পুলিশ।

এসময় দলীয় এজেন্ডকে পুলিশের হাত থেকে ছাড়াতে পুলিশ ভ্যানে উঠে পড়েন ঢাকা ১০ আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবির প্রধান এজেন্ট ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

পুলিশের উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেন, আপনারা নির্বাচন চলাকালীন সময়ে আমাদের এজেন্টকে অন্যায়ভাবে আটক করতে পারেন না। আমার এজেন্টকে ছেড়ে দিবেন না হয় আমাকে আপনাদের সাথে নিয়ে যেতে হবে।

এর আগে সকালে জিগাতলা কুয়িন্স কলেজ কেন্দ্রে ইশরাক হোসেন বিএনপির ১২ জন এজেন্টকে ঢুকান। পরে এটা নিয়ে বাইরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন তিনি।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা ১০ সংসদীয় আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। এরপরই আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই শূন্য আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত করতে ২১ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *