ইতালি (রোম): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে প্রথম একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বয়স ৫০ বছর। তিনি মিলান শহরে বিজুত্তেরিয়ার ব্যবসায়ী ছিলেন। প্রায় দু’সপ্তাহ স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে মারা যান।
জানা গেছে, ওই ব্যবসায়ী ইতালির মিলান ট্রেন স্টেশন সংলগ্ন ভিয়া সেত্তেমব্রে এলাকায় পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এখানে দীর্ঘদিন তিনি বিজুত্তেরিয়া (সিলভার, এমিটি সোনার গহনার দোকান) ব্যবসা করতেন। দু’সপ্তাহ আগে তিনি জ্বর ও সর্দিতে আক্রান্ত হয়ে হাসপাতালে যান। পরে তার শরীরে করোনা ধরা পড়ে। পরবর্তীতে তাকে স্থানীয় নিগুয়ারদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান তিনি।
তার গ্রামের বাড়ি নোয়াখালী। তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন। পরিবারের সবাই ইতালিতেই আছেন বলে জানা গেছে।