করোনা ভাইরাস রোধে দেশে বর্তমানে ১৪ হাজার ১৬২ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এর মধ্যে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে গেছেন ৫ হাজার ১৪৯ জন। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৪৪ জন। হোম কোয়ারেন্টিন থেকে এই পর্যন্ত ছাড়পত্রপ্রাপ্ত পেয়েছেন ১,৮৬৩ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রে থেকে এই তথ্য জানিয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরো জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় ৬৫০টিসহ সারা দেশে ৫,২৯৩টি আইসোলেশন বেড প্রস্তুত করা হয়েছে। মোট আইসোলেশ ১০৭ জন। ২৪ ঘণ্টায় ৩০ জনকে আসোলেশনে নেয়া হয়েছে।
৭৭ জন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। মৃতদেহ ব্যবস্থাপনার গাইডলাইন-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬টি। এই পর্যন্ত ৪৩৩টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট করোনা ভাইরাসে আক্রান্ত ২০ জন। নতুন আক্রান্ত ৩ জন। মারা গেছে একজন।